জাপান-সেনেগাল প্রথমার্ধে সমানে সমান

জাপান-সেনেগাল প্রথমার্ধে সমানে সমান

ঢাকা, ২৪ জুন (জাস্ট নিউজ) : শুরুতে এগিয়ে গিয়েছিল সেনেগাল। তবে স্কোরলাইনটা ধরে রাখতে পারেনি দলটি। পরক্ষণে গোলও হজম করেন সেনেগালিজরা।৩৪ মিনিটে গোল খেয়ে বসেন তারা। নিশানাভেদ করে জাপানকে সমতায় ফেরান তাকাশি ইনুই।

একাতেরিনবার্গ এরিনায় আক্রমণাত্মক শুরু করে সেনেগাল। সূচণালগ্নে ঘন ঘন আক্রমণে জাপানকে ঠেসে ধরেন সেনেগালিজরা। ফলও হাতেনাতে পান তারা। ১১ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে ঠিকানায় বল পাঠান সাদিও মানে।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় জাপান। মুহুর্মহু আক্রমণে সেনেগাল শিবিরে ত্রাস ছড়ান জাপানিরা। সমতায় ফিরতেও বেগ পেতে হয়নি। ৩৪ মিনিটে লক্ষ্যভেদ করে তাদের সমতায় ফেরান তাকাশি।

পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সেনেগাল। আর কলম্বিয়াকে একই ব্যবধানে হারিয়ে সূচনা করেছে জাপান। আজ যে দল জিতবে তারাই দ্বিতীয় রাউন্ড উঠে যাবে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২০০ঘ.)