টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা, ২৬ জুলাই (জাস্ট নিউজ) : সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। গায়ানায় ৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর টানা ম্যাচ জিতে ওয়ানডে সিরিজটা নিশ্চিত করতে চান মাশরাফি মুর্তজারা। এই লক্ষ্যে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছে সফরকারীরা। ম্যাচ শুরু হবে রাত সাড়ে ১২টায়।

বাংলাদেশের জন্য ম্যাচটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ওয়েস্ট ইন্ডিজের কাছেও। বাংলাদেশের কাছে সিরিজ হার ঠেকাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। তাই জয়ের সব পরিকল্পনা নিয়ে মাঠে নামবে গেইল-রাসেলরা।

তবে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হেরে মাথা উঁচু করে দাঁড়ানো বেশ কঠিন হবে ক্যারিবিয়ানদের! টেস্টে বাজেভাবে হারার পর ওয়ানডে সিরিজে দাপটের সঙ্গেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাশরাফিরা জিতেছেন অলরাউন্ড নৈপুণ্যে।

টেস্টের ব্যর্থতা ছাপিয়ে উঠতে নিজেদের সেরা ফরম্যাটকে বেছে নিয়েছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে প্রথম ওয়ানডের ধারাবাহিতকতা ধরে রাখতে চায় সফরকারীরা। টেস্টে যেই টপ অর্ডার ছিল ছন্নছাড়া, সেই টপ অর্ডারই ছন্দে ফিরেছে ওয়ানডেতে। তাই বাংলাদেশের সিরিজ জয় কিংবা ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ফেরার লড়াই-সবমিলিয়ে আজকের ম্যাচটি হবে তাতিয়ে দেওয়া এক লড়াই।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/০০০৯ঘ.)