মস্কোর সম্মেলনে যোগ দিলেন মিয়ানমারের সামরিক হুন্তার নেতা

মস্কোর সম্মেলনে যোগ দিলেন মিয়ানমারের সামরিক হুন্তার নেতা

মিয়ানমারের সামরিক হুন্তার নেতা সিনিয়র জেনারেল মিন অং ল্যাং মস্কোতে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন। তাঁর এই যোগদানে মনে হচ্ছে রাশিয়া মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী যদিও ঐ সরকার আন্তর্জাতিক পর্যায়ে তীব্র ভাবে সমালোচিত।

মিয়ানমারের সামরিক বাহিনী গণতান্ত্রিক ভাবে নির্বাচিত আওং সান সূ চি ‘র সরকারকে এই বলে ক্ষমতাচ্যূত করে যে গত নভেম্বর মাসের নির্বাচনে ব্যাপক কারচুপির কারণে তাঁর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। সামরিক বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে ব্যাপক ও জনপ্রিয় প্রতিবাদকে সেখানকার নিরাপত্তা বাহিনী নির্মম ভাবে দমন করেছে , শত শত প্রতিবাদকারীকে হত্যা করেছে এবং একটার পর একটা গ্রেপ্তার চালিয়ে গেছে।

ঐ সম্মেলনে দেয়া বুধবারের ভাষণে মিয়ানমারের সামরিক নেতা দাবি করেন যে তাঁরা গণতান্ত্রিক ব্যবস্থাকে সমন্বিত করার চেষ্টা করছেন যে ব্যবস্থাকে অবমূল্যায়ন করা হয়েছিল। এ সম্মেলনটি আয়োজন করেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।