সংঘাত নেই, পরিস্থিতি শান্তিপূর্ণ: তালেবান

সংঘাত নেই, পরিস্থিতি শান্তিপূর্ণ: তালেবান

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি এখন শান্ত বলে দাবি করেছেন দলটির নেতারা। রবিবার তালেবান প্রায় বিনা বাধায় কাবুলে প্রবেশ করলে রাতেই দেশ ছেড়ে পালিয়ে যান মার্কিন সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গণি। তার একদিন পর সোমবার বিমানবন্দরের বাইরে দেশের অন্যত্র বড় ধরনের কোনও সংঘাত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আর এটিকেই বড় করে দেখাতে চাইছেন তালেবান নেতারা।

সোমবার দলটির নেতারা জানিয়েছেন, আশরাফ গণি সরকারের পতনের পর এখন পর্যন্ত দেশের কোথাও কোনও সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন সিনিয়র নেতা জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী পরিস্থিতি শান্তিপূর্ণ।

এদিকে কাবুল দখলের এক দিনের মাথায় সোমবার বেসামরিক নাগরিকদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ শুরু করেছে তালেবান। দলটির একজন নেতা বলেন, আমরা জানি মানুষ নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র রাখে। কিন্তু এখন তাদের নিরাপদ বোধ করা উচিত। নিরাপরাধ বেসামরিক নাগরিকদের ক্ষতি করতে তালেবান এখানে আসেনি।

তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, তাদের যোদ্ধাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে কারও ক্ষতি না করার জন্য। কারও জীবন, সম্পদ ও সম্মানের ক্ষতি হবে না। মুজাহিদিনরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। সূত্র: রয়টার্স, আল জাজিরা।