ইউক্রেনে হাসপাতালের শিশু, প্রসূতি ওয়ার্ডের ওপর বোমা হামলা

ইউক্রেনে হাসপাতালের শিশু, প্রসূতি ওয়ার্ডের ওপর বোমা হামলা

মারিউপোল শহরে একটি হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগের ওপর বোমাবর্ষণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনো অজানা।

যুদ্ধে বিপর্যস্ত রাজধানী কিয়েভের কিছু অংশ, খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিউপোলে বেসামরিক মানুষদের পালানোর সুযোগ দিতে ১২ ঘন্টার জন্য যুদ্ধবিরতি চলছে। তবে এর মধ্যেও কোথাও কোথাও বোমা পড়ছে।

বাড়িঘর ছেড়ে যাওয়া মানুষদের প্রথম দলগুলো ইতোমধ্যেই বাসে করে নিরাপদ জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে।

কিয়েভের উত্তর ও উত্তর-পশ্চিমে রুশ বাহিনীর অব্যাহত আক্রমণের মুখে সেখানে প্রচণ্ড লড়াই চলছে।

তুরস্কের আনতালিয়া শহরে আগামীকাল বৃহস্পতিবার ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে রাজি হয়েছেন।

পরমাণু কর্মসূচির ওপর নজরদারির প্রতিষ্ঠান আইএইএ বলছে - ইউক্রেনে চেরনোবিলের সাবেক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে তারা আর তথ্য পাচ্ছে না।

রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর সেদেশ থেকে প্রায় ১৩ লক্ষ ৩০ হাজার লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে – বলছে পোলিশ সীমান্ত রক্ষী কর্তৃপক্ষ।

ইউক্রেন থেকে দেশে ফিরেছেন 'বাংলার সমৃদ্ধির' ২৮ জন বাংলাদেশি নাবিক।