দনবাসে গণহত্যা বন্ধ করা ইউক্রেন অভিযানের লক্ষ্য : পুতিন

দনবাসে গণহত্যা বন্ধ করা ইউক্রেন অভিযানের লক্ষ্য : পুতিন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে কথিত ‘গণহত্যা’ বন্ধ করাই দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর লক্ষ্য বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর দ্য মস্কো টাইমসের।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শুক্রবার এক আবেগপূর্ণ ভাষণে পুতিন দাবি করেন, দনবাসের জনগণকে ‘গণহত্যা’ থেকে রক্ষা করাই ইউক্রেনে রুশ অভিযানের লক্ষ্য।

পুতিন আরও বলেন, ওই অঞ্চলকে নাৎসিমুক্ত করতেই রাশিয়ার সেনারা সেখানে অভিযান চালাচ্ছেন।

পুতিন বলেন, ‘ওখানে যা হচ্ছিল, তা আসলে গণহত্যা। সেটি থামানোই এ বিশেষ অভিযানের লক্ষ্য।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর কয়েক দিন আগে ইউক্রেনের দনবাসের স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বাধীন দুটি রাষ্ট্রের স্বীকৃতি দেন ভ্লাদিমির পুতিন। ওই দুই স্বঘোষিত প্রজাতন্ত্রে ব্যাপক গোলাবর্ষণের পর ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট।