'আমরা বাঁচতে চাই কিন্তু প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়'

'আমরা বাঁচতে চাই কিন্তু প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়'

যুদ্ধের ২৫তম দিনেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে। গভীর রাতে কিয়েভের আবাসিক ভবন ও একটি মার্কেটে হামলা চালায় রাশিয়া। অব্যাহত হামলার মধ্যেই ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দিয়ে সামরিক সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ভাষণে জেলেনস্কি বলেন, আমরা বাঁচতে চাই, আর আমাদের প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়।

সাবেক এক ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের কথার প্রতিধ্বনি করে জেলেনস্কি একথা বলেন।

বিশ্বব্যাপী সমর্থন আদায়ের চেষ্টায় বিভিন্ন দেশে জেলেনস্কির ভাষণের ধারাবাহিকতায় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটেও রোববার তিনি এ ভাষণ দেন।

ইউক্রেইনকে অস্ত্র দেওয়ার জন্য ইসরায়েলকে আহ্বান জানান তিনি। সেইসঙ্গে ইসরায়েল রাশিয়ায় কেন নিষেধাজ্ঞা আরোপ করছে না তা নিয়েও তিনি প্রশ্ন করেন।

জেলেনস্কি বলেন, বিশ্বে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে ভাল, আপনারা নিশ্চিতভাবেই আমাদের জনগণকে সাহায্য করতে পারেন, ইউক্রেইনীয়দের জীবন বাঁচাতে পারেন।

এদিকে, অবরুদ্ধ মারিওপোলে আত্মসমর্পণেরে রুশ প্রস্তাব প্রত্যাখান করেছে ইউক্রেন।

সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে রাশিয়ার সাথে সব ধরণের আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান জেলেনস্কি।