পুতিন কসাই: বাইডেন

পুতিন কসাই: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই হিসেবে অভিহিত করেছেন। পোল্যান্ডের ওয়ারসতে ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে দেখা করেন বাইডেন। এরপরই পুতিনকে কসাই নামে ডাকেন তিনি।

এর আগে রুশ প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী বলেছিলেন জো বাইডেন।

ইউক্রেনের শরনার্থীদের সঙ্গে দেখা করার পর বাইডেনের সঙ্গে থাকা সাংবাদিকরা জিজ্ঞেস করেন পুতিনকে তার কি মনে হয়। এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, পুতিন একজন কসাই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর আগে কখনো এত কড়া ভাষায় পুতিনের সমালোচনা করেননি।

তাছাড়া শরনার্থী শিশুদের নিয়ে কথা বলেন বাইডেন। তিনি বলেন, এটি অসাধারণ। অসাধারণ। দেখুন এ শিশুদের তারা শুধুমাত্র আপনাকে জড়িয়ে ধরতে চায়। শুধুমাত্র ধন্যবাদ দিতে চায়। আর এটি আপনাকে অত্যন্ত গর্বিত করে।

বাইডেন আরও বলেন, এখানে থাকা প্রত্যেকটি শিশুই জানিয়েছে, তাদের বাবা, দাদা বা ভাইয়ের জন্য প্রার্থনা করতে যারা ইউক্রেনে যুদ্ধ করছে।

তিনি আরও বলেন, আমি জানি আপনার কোনো আত্মীয় যখন যুদ্ধক্ষেত্রে থাকে বিষয়টি কেমন। প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে ওঠেন আর ভাবে যেন সেই (মৃত্যুর খবর) ফোন কল না আসে।