বুচায় হত্যাযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী: ইউক্রেন

বুচায় হত্যাযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী: ইউক্রেন

ইউক্রেনের রাজধানী কিইভ থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর সেখানে বেসামরিক নাগরিক হত্যার আলামত বাড়ছে। কিইভের বাইরে বুচা শহরের রাস্তায় সাংবাদিকরা ২০ টি লাশ খুঁজে পেয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এই হত্যাযজ্ঞ ইচ্ছাকৃত বলে অভিযোগ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা সের্গেই নিকিফোরব বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, কিইভের চারপাশের অঞ্চল থেকে পিছু হটার সময় রুশ বাহিনী যুদ্ধাপরাধের আলামত রেখে গিয়ে থাকতে পারে।

কিইভের কাছে বুচা, হস্তমেল এবং ইরপিন শহর থেকে যেসব চিত্র পাওয়া যাচ্ছে তা ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন তিনি। নিকিফোরব বলেন, ইউক্রেন বাহিনী শহরগুলোতে গণকবর খুঁজে পেয়েছে। সেখানে লাশগুলোর হাত-পা বাঁধা ছিল। তাদেরকে পিঠে, মাথায় গুলি করে মারা হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুচা থেকে আসা ছবি অসহনীয় বলে বর্ণনা করেছেন। ইউক্রেনের প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি বলেছেন, 'রুশ কর্তৃপক্ষকে এই অপরাধের জবাব দিতে হবে।'