২টি বিলাসবহুল রুশ বিমান বাজেয়াপ্ত করছে যুক্তরাষ্ট্র

২টি বিলাসবহুল রুশ বিমান বাজেয়াপ্ত করছে যুক্তরাষ্ট্র

রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের দুটি বিলাসবহুল জেট বিমান বাজেয়াপ্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৬০ মিলিয়ন ডলারের গাল্ফস্ট্রিম এবং ৩৫০ মিলিয়ন ডলারের একটি ব্যক্তিগত বিমান রয়েছে।

সোমবার ওয়াশিংটন এ কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারক গালফস্ট্রিম এবং ব্যক্তিগত বিমানটি জব্দ করার অনুমোদনের একটি ওয়ারেন্টে স্বাক্ষর করেছেন।

কর্তৃপক্ষ বলেছে, বড় ধরনের কাস্টমাইজেশনের আগে বিমান দুটির দাম একশ মিলিয়ন ডলারেরও কম ছিল। অথচ এখন ৩৫০ মিলিয়ন ডলারের ব্যক্তিগত বিমানটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জেট বিমান হিসেবে পরিচিত।

রাশিয়ার অলিগার্ক ও অভিজাত শ্রেণি, ক্রেমলিনের কর্মকর্তা, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক থাকা ব্যবসায়ী ও তাদের ইয়ট, বিমান এবং তাদের পরিচালনাকারী সংস্থাগুলোর উপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা এবং জরিমানা ঘোষণা করার কয়েকদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো।

তবে এ ব্যাপারে রোমান আব্রামোভিচের মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, রাশিয়ান অভিজাতদের সব অপরাধ খুঁজে বের করবেন।সূত্র: আরব নিউজ