ভূমধ্যসাগরে ডুবন্ত নৌকা থেকে ১৩৬৬ শরণার্থী উদ্ধার

ভূমধ্যসাগরে ডুবন্ত নৌকা থেকে ১৩৬৬ শরণার্থী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ১ হাজার ৩৬৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। জাহাজডুবিতে ৭৬ জনের মৃত্যুর দুই সপ্তাহ না জেতেই এ উদ্ধারের ঘটনা ঘটলো।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইতালির কোস্টগার্ড তিনটি নৌকা থেকে তাদেরকে উদ্ধার করে দুটি পৃথক বন্দরে নিয়ে যায়।

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, শনিবার সকালে প্রথম নৌকায় থাকা ৪৮৭ জনকে উদ্ধার করে নিরাপদে ক্রোটোন বন্দরে আনা হয়েছে।

আরেকটি উদ্ধার অভিযানে বলা হয়েছে, কোস্টগার্ড একটি জাহাজ থেকে ৫০০ জনকে উদ্ধার করেছে। তাদেরকে রেজিও ক্যালাব্রিয়া বন্দরে নেয়া হয়েছে।

৩৭৯ জনকে বহনকারী তৃতীয় নৌকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে দুটি উপকূলরক্ষী টহল বোট দ্বারা উদ্ধার করা হয়েছে এবং অগাস্টা সিসিলিয়ান বন্দরগামী নৌবাহিনীর একটি জাহাজে স্থানান্তর করা হয়েছে।

প্রতি বছর আফ্রিকা-দক্ষিণ এশিয়ার অসংখ্য মানুষ উন্নত জীবনের আশায় অবৈধভাবে সাগরপাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে ঢোকার চেষ্টা করেন। তাদের অনেকেই মুক্তিপণের জন্য হয় পাচারকারীদের হাতে বন্দী হন, না হয় নৌকায় সাগরপাড়ি দিতে গিয়ে হারান প্রাণটাই। আবারো ঘটেছে সেই একই ঘটনা।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার মতে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।