লিবিয়া থেকে গায়েব ২.৫ টন ইউরেনিয়াম

লিবিয়া থেকে গায়েব ২.৫ টন ইউরেনিয়াম

লিবিয়ার কাছে থাকা দুই টনেরও বেশি প্রাকৃতিক ইউরেনিয়াম হারানো গেছে। এই ইউরেনিয়ামের খোঁজে উঠেপড়ে লেগেছে ‘ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’ (আইএইএ)। বুধবার সংস্থাটি এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম গায়েব হয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আনে। এ খবর দিয়েছে সিএনএন।

আইএইএ’র এক কর্মকর্তা মার্কিন গণমাধ্যমটিকে জানান, প্রায় ২.৫ টন প্রাকৃতিক ইউরেনিয়ামের হদিস পাওয়া যাচ্ছে না। ১০টি ড্রামে এই ইউরেনিয়াম রাখা ছিল। তবে ১৪ই মার্চ পরিদর্শনের সময় দেখা যায় ড্রামগুলো আর নেই। এক বিবৃতিতে আইএইএ জানিয়েছে, এজেন্সির সুরক্ষা পরিদর্শকগণ দেখেছেন যে, ইউরেনিয়াম আকরিক ঘনীভূত আকারে রাখা প্রায় ২.৫ টন প্রাকৃতিক ইউরেনিয়াম নেই। লিবিয়া সরকারের হিসাবে সেখানে ১০ ড্রাম ইউরেনিয়াম থাকার কথা ছিল।

আইএইএ মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি সংস্থাটির সদস্য দেশগুলিকে বিষয়টি জানিয়েছেন। এই হারানো ইউরেনিয়ামের ভাগ্যে কী ঘটেছে এবং এটি এখন কোথায় রয়েছে তা খুঁজে বের করার জন্য কাজ করছে সংস্থার কর্মকর্তারা।