নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

নেদারল্যান্ডসের রটারডাম শহরের একটি বাড়ি ও একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছে। খবর-বিবিসি

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় গুলিবর্ষণের ঘটনার সূত্রপাত। এ ঘটনায় ৩২ বছর বয়সী ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে।

রটারডাম সিটি পুলিশ জানায়, একটি বাড়িতে এবং রটারড্যাম মেডিকেল সেন্টারের এলোপাতাড়ি গুলি চালান বন্দুকধারী ওই ব্যক্তি।

পুলিশ বলছে, মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালানোর পর সেখানে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বন্দুকধারী একাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ইরাসমাস মেডিকেল সেন্টারের ছাত্র।

গুলিতে ৩৯ বছর বয়সী এক নারী এবং তাঁর ১৪ বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। এছাড়া ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪২ বছর বয়সী একজন শিক্ষকও প্রাণ হারিয়েছেন।