ব্রাসেলসে ২ সুইডিশকে গুলি করে হত্যা, সতর্কতা জারি

ব্রাসেলসে ২ সুইডিশকে গুলি করে হত্যা, সতর্কতা জারি

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সুইডেনের দুই নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। সোমবার স্থানীয় সময় রাতে বেলজিয়াম ও সুইডেনের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে ব্রাসেলসের কেন্দ্রস্থলে হামলার এ ঘটনা ঘটে। খবর আল আরাবিয়া

এ ঘটনার পর বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হামলাকারীর খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এদিকে এ হামলার একটি ভিডিও অনলাইনে পোস্ট করে এক ব্যক্তি নিজেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য দাবি করে হামলায় দায় স্বীকার করেছেন।

সুইডেনে একের পর এক কুরআন পোড়ানোর ঘটনায় গত আগস্টে দেশটিতে সন্ত্রাসী হামলা নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়।

হামলার পর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্লাটফর্মে জানিয়েছে, ওই হামলাকারী একজন সুইডিশ।