সিরিয়ায় ইরানি বাহিনীর সদর দফতরে ইসরাইলের হামলা

সিরিয়ায় ইরানি বাহিনীর সদর দফতরে ইসরাইলের হামলা

সিরিয়ায় ইরানি বাহিনীর সদর দফতরে বিমান হামলা করেছে ইসরাইল। সোমবার (২৯ জানুয়ারি) ফিলিস্তিনভিত্তিক গণমাধ্যম দি জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের আঞ্চলিক জোটের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর অপারেশনাল সদর দফতরে বিমান হামলার অভিযোগ রয়েছে।

আরব মিডিয়া জানিয়েছে, বিমান হামলায় আইআরজিসির শক্ত ঘাঁটি কুদস ফোর্সের শাখা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

সিরিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এবং রাষ্ট্রীয় গণমাধ্যমেও কোনো বিবৃতি দেয়া হয়নি।

আরব নিউজ আরো জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে সাইয়েদা জিনাব মাজার কমপ্লেক্সের কাছে হামলা করেছে ইসরাইল। এ সময় তারা ইরানী ঘাঁটির নিকটবর্তী হওয়ায় দামেস্কের দক্ষিণে কৃষিক্ষেত্রগুলোকেও লক্ষ্যবস্তু বানিয়েছে।

উল্লেখ্য, ইসরাইলি হামলায় সিরিয়ায় সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী দু’জন ইরানি বিপ্লবী গার্ড সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নভেম্বর মাসে গাজায় চলমান যুদ্ধের সময় ইরানের হতাহতের প্রথম প্রতিবেদনে এই তথ্য জানায়। সূত্র : দি জেরুসালেম পোস্ট