ফায়ার সার্ভিসের ৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত

ফায়ার সার্ভিসের ৫ কর্মকর্তা করোনায় আক্রান্ত

পুলিশ-র‌্যাবের পর এবার করোনাভাইরাসের থাবা পড়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেও। সংস্থাটির পোস্তগোলা ফায়ার স্টেশনের পাঁচ কর্মকর্তা এই মহামারী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোয়ারেন্টিনে রাখা হয়েছে ওই কর্মকর্তাদের সংস্পর্শে আসা আরও চারজনকে।

বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ব্রিগেডিয়ার জেনারেল জানান, শুরুতে স্টেশনটির এক কর্মকর্তা আক্রান্ত হন। পরবর্তীতে আরও চারজনের পজিটিভ পাওয়া যায়। শুরুতে স্টেশনটির ৩৫-৪০ জন কর্মকর্তার সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। পরবর্তীতে পরীক্ষা করে যাদের পজিটিভ এসেছে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। চারজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকিদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, স্বাস্থ্য সুরক্ষা মেনে ফায়ার সার্ভিসের কর্মীরা মানুষের সেবায় ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। তবুও আক্রান্তের ঘটনা ঘটল। আমরা চেষ্টা করছি সতর্ক থেকে মানুষের জন্য কাজ করার। কারণ আমাদের তো ঘরে বসে থাকার সুযোগ নেই। কাজ করতেই হবে।