হৃদরোগ ইনস্টিটিউটে করোনার উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

হৃদরোগ ইনস্টিটিউটে করোনার উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

করোনা মহামারিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার একজন পুলিশ কনস্টেবল করোনা ভাইরাসে (কভিড-১৯) উপসর্গ নিয়ে মারা গেছেন।

এনামুল হক (৪৫) নামে ওই পুলিশ সদস্য আজ শনিবার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান।

শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান জানান, করোনার উপসর্গ থাকায় এনামুলকে পৃথক রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা ওঠে।

তিনি বলেন, এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কনস্টেবল এনামুলের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন কিনা তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে বলে জানান ওসি।

উল্লেখ্য, দেশে করোনা ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক এবং নার্সের পর পুলিশ সদস্যরাই বেশি করোনা আক্রান্ত হচ্ছেন। পুলিশের ছয় সদস্য ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সহস্রাধিক।

সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবার নাগাদ দেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৩৪ জনের। মারা গেছেন ২০৬ জন।

এমজে/