গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গণপরিবহন চালুর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ঞ্চগড়ে লকডাউন অমান্য করে বাস-মিনিবাসসহ গণপরিবহন চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

রবিবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে অ্যাম্বুলন্সসহ জরুরি সেবার বিভিন্ন পরিবহন আটকা পড়ে।

শ্রমিকরা জানান, লকডাউনের মধ্যে সড়কে বাস-মিনিবাস চলতে দেয়া হচ্ছে না। কিন্তু মহাসড়কে ইজিবাইক আর অটোরিকশায় সব রকম যাত্রী পরিবহন চলছে।

জেলা শহরের ইসলামবাগ মহল্লার বাসচালক আনারুল হক বলেন, আমরা এক মাস ধরে বসে আছি। কিন্তু কোনো সহায়তা পাইনি। সরকারি ১০ কেজির চাল দিয়ে কি এক মাস চলে। তাছাড়া সড়কে ইজিবাইক ও অটোরিকশা চলছে। আমরা কেন লকডাউন মানবো।

অবরোধের দুই ঘণ্টা পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানির মধ্যস্থতায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

এমজে/