৪৮ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

৪৮ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

তৈরি পোশাক শিল্পে এখন পর্যন্ত ৪৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। করোনা উপসর্গ পাওয়া গেছে এমন ৫৫ জন শ্রমিকের নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। আক্রান্ত শ্রমিকদের চিকিৎসা দিতে বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কয়েকটি টিম কাজ করছে।

মঙ্গলবার বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজিএমইএ সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত করোনা উপসর্গ পাওয়া গেছে এমন ৫৫ (৪৩ জন পুরুষ ও ১২ জন নারী) জন শ্রমিকের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৮ জন শ্রমিকের শরীরে করোনা সংক্রমণ উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সুস্থ হয়েছেন, একজন সুস্থ হওয়ার পথে আর ৫ জনের শরীরে করোনা উপস্থিতি পাওয়া যায়নি।

অন্যদিকে, কারখানাগুলোয় করোনা আক্রান্তের তথ্য সংগ্রহ ও শ্রমিকদের চিকিৎসা দিতে বিজিএমইএ’র কয়েকটি টিম কাজ করছে।

এর আগে, গত ২৮ এপ্রিল তৈরি পোশাক কারখানায় প্রথম একজনের শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়। পরের দিন ২৯ এপ্রিল দুইজন, ২ মে ছয়জন, ৩ মে তিনজন, ৪ মে দুইজন, ৫ মে একজন, ৬ মে ১২ জন, ৭ মে একজন, ১০ মে ১৫ জন, ১১ মে দুইজন ও ১২ মে ১০ জনের মধ্যে করোনা উপসর্গ দেখা যায়। এরমধ্যে ১২ মের ১০ জনের মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এমজে/