মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

আজ শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের দেখতে এসে তিনি এই তথ্য জানান।

এ সময় জেলা প্রশাসক দগ্ধদের ১০ হাজার টাকা ও নিহতদের পরিবারের কাছে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।

সাংবাদিকদের তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি কারও গাফিলতি পাওয়া যায় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলাকালে বিস্ফোরণ হয়। এতে ১২ জন নিহত হন। এ ঘটনায় আহত ২৫ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে মসজিদের ছয়টি এসি একযোগে বিস্ফোরিত হয় বলে জানা গেছে।

এমজে/