শিক্ষাবিদদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়

শিক্ষাবিদদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করছেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার বেলা ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বিশিষ্ট শিক্ষাবিদের সঙ্গে প্রথম ধাপের মতবিনিময় শুরু হয়েছে। পরবর্তী সময়ে প্রত্যেক রোববার একটি করে সংলাপ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশন বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক করতে আমাদের কমিশনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নিতে পারি সেজন্য গুণীজনের কাছে আমরা পরামর্শ চাই। শিক্ষাবিদরা নির্বাচন নিয়ে নানা ধরনের লেখালেখি করেন। আমার বিশ্বাস আপনাদের পরামর্শ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবে।

এমজে/