একুশে বইমেলার পর্দা নামছে আজ

একুশে বইমেলার পর্দা নামছে আজ

অমর একুশে বইমেলার শেষ দিন আজ। এক বছর বইপ্রেমীদের পদচারণায় মুখর হবে না মেলা প্রাঙ্গণ। শেষ দিন সকাল ১১টায় শুরু হওয়া বইমেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য মতে, মেলার শেষ দিনে নতুন বই প্রকাশিত হয়েছে ৭৭টি। এবারের বইমেলায় লোক সমাগম ও বিক্রি নিয়ে সন্তুষ্ট প্রকাশকরা। বিগত বছর তুলনায় এ বছরকে মন্দের ভালো বলছেন তারা।

প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হলেও করোনার কারণে এবার শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি। ওইদিন বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ছিল- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিটসহ মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে।

এমজে/