যানজটে নাকাল নগরবাসী, সড়কেই শেষ মূল্যবান সময়

যানজটে নাকাল নগরবাসী, সড়কেই শেষ মূল্যবান সময়

যানজটে নাকাল নগরবাসী। দীর্ঘ ভোগান্তি নিয়ে সড়কেই শেষ মূল্যবান সময়। সাধারণ মানুষের প্রশ্ন, কবে শেষ হবে এই দুর্ভোগ।

অপেক্ষার দীর্ঘশ্বাস, জীবন বাঁচানোর জরুরি সেবাও আটকে আছে সড়কে। সময় ফুরিয়ে যাচ্ছে অসময়ের কোলাহলে। ক্রমেই বাড়ছে দুশ্চিন্তা, জীবিকা আর জীবনযাপন ঘিরে। পথেই যে শেষ মূল্যবান সময়।

যদিও গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার সড়কে যানজট ছিলো কিছুটা কম। তবে যানবাহনের গতি ছিল থমকে থাকার মতোই। সঙ্গে সূর্যের উত্তাপে সাধারণের ভোগান্তি রূপ নেয় চরমে।

যানজটে নগরবাসীর দুর্ভোগ যখন অন্তহীন তখন বাস রুট রেশনালাইজেশন কমিটির নতুন তিনটি রুটে আরও ২২৫ টি বাস চালুর সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তির।

কমিটির ২২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে বাস চূড়ান্তে বিজ্ঞপ্তি প্রকাশ, যাত্রী ছাউনি নির্মাণসহ আনুষঙ্গিক কাজ শেষ করা হবে।

কমিটির আহ্বায়ক ও ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, নতুন তিনটি রুটের মধ্যে ২২ নম্বর রুটে ৫০টি, ২৩ নম্বর রুটে ১০০টি ও ২৬ নম্বর রুটে ৭৫টি বাস, সব মিলিয়ে নতুন করে ২২৫টি বাস নামানো হবে।