অন্ধকার ঢাকা

অন্ধকার ঢাকা

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে আজ মঙ্গলবার দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকা।

মঙ্গলবার সন্ধ্যার পরও বিদ্যুৎ না থাকায় ঢাকার বিভিন্ন এলাকায় সড়কবাতিগুলো নিভে রয়েছে। ফলে রাত ৮টা নাগাদ ঢাকার পথঘাটের অনেকটাই অন্ধকারে ঢাকা রয়ে গেছে। যদিও ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করেছে।

রাজধানীর কারওয়ান বাজারের বসুন্ধরা সিটি শপিং মলের সামনের সড়ক, গ্রিনরোড, ইন্দিরা রোড, খামারবাড়ি সড়ক এবং জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি সড়কবাতিও জ্বলতে দেখা যায়নি। শুধু যানবাহনের আলোয় সড়কের অন্ধকার কিছুটা দূর হচ্ছিল। তবে আজ মঙ্গলবার হওয়ায় এসব এলাকার বিপণিবিতান ও দোকানপাট বন্ধ আছে।

এ ছাড়া রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও কল্যাণপুরের সড়কেও সন্ধ্যার পর অন্ধকার থাকতে দেখা গেছে।

আজ মঙ্গলবার বেলা ২টা ৪ মিনিটে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটলে পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে এরই মধ্যে ঢাকার কিছু এলাকাসহ সারা দেশের জেলা শহরসহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।