ড. ইউনূসের মামলায় হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা

ড. ইউনূসের মামলায় হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা

গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মী শ্রমিক কল্যাণ তহবিল ও শ্রমিক অংশগ্রহণ তহবিল থেকে মুনাফার অধিকারী বলে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া রায় বাতিল ঘোষণা করে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দেয়া হয়েছে।

রবিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ১০৬ কর্মীর আবেদনের শুনানি নিয়ে আগামী ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত। সেইসঙ্গে বিষয়টি ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল্লাহ আল মামুন। আর ১০৬ কর্মীর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

এ সংক্রান্ত রিটের শুনানি শেষে গত বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া রায় বাতিল ঘোষণা করে রায় দেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।