একতরফা নির্বাচনে উৎসবমুখর পরিবেশ দেখছেন র‌্যাবের মুখপাত্র!

একতরফা নির্বাচনে উৎসবমুখর পরিবেশ দেখছেন র‌্যাবের মুখপাত্র!

আগামী ৭ জানুয়ারির একতরফা আর বিতর্কিত নির্বাচন নিয়ে যখন দেশে-বিদেশে প্রশ্ন উঠেছে ঠিক তখনি সেই নির্বাচনে উৎসবমুখর পরিবেশের কথা বলছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের এক কর্মকর্তা নাম উল্লেখ না করে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলরত বিরোধীদলের নেতাকর্মীদের হুমকি দিয়ে বলেছেন, আসন্ন জাতীয় সংবাদ নির্বাচনে সহিংসতা করার চেষ্টা বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলেই আইনের আওতায় আনবে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এভাবেই হুমকি দেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মঈন বলেন, নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে যারা তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এরই মধ্যে প্রায় ১০ জনের অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাবো। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে সেখানেই কাজ করে যাচ্ছে র‌্যাব।