বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি যুক্তরাষ্ট্র

বেশ কয়েকজন বিদেশি পর্যবেক্ষক একতরফা এবং কারচুপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন পর্যবেক্ষক রয়েছেন বলে রিপোর্ট প্রকাশ করেছে কিছু মিডিয়া।

একতরফা নির্বাচনের দিন বিকালে ঢাকার একটি হোটেলে সরকার ও নির্বাচন কমিশন আমন্ত্রিত পর্যবেক্ষকদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আগত 'পর্যবেক্ষক'রাও নিজেদের মতামত তুলে ধরেন। তবে, তাদের ওই বক্তব্য নিজস্ব, যুক্তরাষ্ট্র সরকারের নয় বলে জানিয়েছে দেশটি।

সোমবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, "যুক্তরাষ্ট্রের সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি। নির্বাচন উপলক্ষে কয়েকজন বেসরকারি নাগরিক বাংলাদেশে ছিলেন। তাদের বক্তব্য নিজেদের বা তাদের প্রতিষ্ঠানের, যুক্তরাষ্ট্র সরকারের নয়।"

উল্লেখ্য, এর আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছে কানাডার নির্বাচন পর্যবেক্ষকরা- এমন খবর প্রচার করা হলেও নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি বলে নিশ্চিত করেছে ঢাকাস্থ কানাডার হাইকমিশন।-মানবজমিন