ঢাকায় দুর্বৃত্তের হুমকির মুখে ট্রাক থেকে নেমে দৌড় মালিক-চালকের, পেছন থেকে গুলি

ঢাকায় দুর্বৃত্তের হুমকির মুখে ট্রাক থেকে নেমে দৌড় মালিক-চালকের, পেছন থেকে গুলি

রাজধানীর সবুজবাগে দুর্বৃত্তের গুলিতে মাটি বহনকারী একটি ট্রাকের চালক আহত হয়েছেন।

আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে আমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে আহত ট্রাকচালকের নাম মো. আলম (৪৮)। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ আলমকে হাসপাতালে নিয়ে আসেন ট্রাকমালিক গোলাম ফারুক। তিনি বলেন, ভোরে মালিবাগ থেকে ট্রাকে মাটি বোঝাই করে আমুলিয়া এলাকায় যাচ্ছিলেন তাঁরা। আমুলিয়া এলাকায় পৌঁছালে সাত থেকে আটজন অজ্ঞাতনামা ব্যক্তি ঢিল ছুড়ে ট্রাকের সামনের গ্লাস ভেঙে ফেলেন। পরে দুর্বৃত্তরা ট্রাক থেকে চালককে নামতে বলেন। তা না হলে গুলি করে মেরে ফেলার হুমকি দেন তাঁরা।

গোলাম ফারুক আরও বলেন, একপর্যায়ে তিনি ও চালক আলম ট্রাক থেকে নেমে দৌড়াতে থাকেন। তখন পেছন থেকে দুর্বৃত্তরা গুলি করেন। এতে ট্রাকচালক আলমের ডান পায়ে গুলি লাগে। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুলিবিদ্ধ ট্রাকচালক আলম এখন চিকিৎসাধীন।

আলমের গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে বলে জানা গেছে।