গণপরিবহন বন্ধ, বিচ্ছিন্ন ময়মনসিংহ, সংঘর্ষ, রাত থেকেই সভাস্থলে বিএনপি নেতাকর্মীরা

গণপরিবহন বন্ধ, বিচ্ছিন্ন ময়মনসিংহ, সংঘর্ষ, রাত থেকেই সভাস্থলে বিএনপি নেতাকর্মীরা

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং চলমান আন্দোলনে দলীয় ৫ নেতাকর্মী হত্যাসহ, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির গণসমাবেশ আজ।

দুপুর দেড়টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রস্তুত হয়েছে মঞ্চ। রাত থেকেই সভাস্থলে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। রাতে শহরে দলটির নেতাকর্মীদের ওপর যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে আজ সকাল থেকেই জেলার মধ্যে বন্ধ রয়েছে গণপরিবহন। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ময়মনসিংহের বিভিন্ন রুটে রাস্তার দু'পাশে সারি সারি যাত্রীবাহী বাস রাখা হয়েছে।যাত্রীরা বলছেন, হঠাৎ করে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে বন্ধ রয়েছে বিভিন্ন রুটের গণপরিবহন। ভালুকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রাস্তায় গণপরিবহনের চলাচল নেই। যাত্রীবাহী বাস গুলো সড়কের পাশে পার্কিং করে রাখা হয়েছে।