বাড্ডা থেকে বিএনপির পদযাত্রা শুরু

বাড্ডা থেকে বিএনপির পদযাত্রা শুরু

গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফার দাবিতে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। আজ বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর বাড্ডার সুবাস্তু মার্কেটের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। পথযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।  

রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচি।  ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা আয়োজন করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে ২টা ১৫ মিনিটে উপস্থিত হন।

এর আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ শনিবার দুপুর ১২টার পর থেকেই রাজধানীর গুলশান শাহাজাদপুর সুবাস্তু টাওয়ারে নিচে জড়ো হতে শুরু করেন।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

আগামী ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগে পদযাত্রা করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ ছাড়া ২৮ জানুয়ারি রাজধানীর শাহজাদপুর থেকে আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।