পাকিস্তান সফরেই বোলিং কোচ পেল টাইগাররা

পাকিস্তান সফরেই বোলিং কোচ পেল টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ওটিস গিবসনকে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ নিয়োগ করেছে বিসিবি। মঙ্গলবার রাতে তাকে দুই বছরের জন্য দায়িত্ব দেয়ার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

৫০ বছর বয়সী সাবেক পেস-বোলিং অলরাউন্ডার গিবসনের মিশন শুরু হতে যাচ্ছে পাকিস্তান সফর দিয়েই। টাইগারদের সঙ্গে লাহোরে যোগ দেবেন তিনি। বুধবার রাত ৮টায় পাকিস্তান রওনা হবে বাংলাদেশ দল। তিনদফা সফরের প্রথম অংশে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি-টুয়েন্টি খেলবে তারা।

চার্লস ল্যাঙ্গাভেল্ট নিজ দেশ সাউথ আফ্রিকার ডাকে সাড়া দেয়ার পর থেকেই পেস বোলিং কোচ খুঁজছিল বিসিবি। পছন্দের তালিকায় শীর্ষে ছিল বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হয়ে আসা ওয়েস্ট ইন্ডিজের গিবসনই। টুর্নামেন্ট চলাকালীন বিসিবির সাথে আলোচনা চলছিল এ ক্যারিবিয়ানের।

খেলোয়াড়ি জীবনের মতোই গিবসনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার প্রধান কোচ ছিলেন। তার অধীনেই ২০১২ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে উইন্ডিজ। গেইলদের প্রধান কোচ হওয়ার আগে ইংল্যান্ডের পেস বোলিং কোচের দায়িত্ব সামলেছেন।

এমজে/