নারী রেফারির গায়ে হাত দিয়ে বিতর্ক ছড়ালেন আগুয়েরো

নারী রেফারির গায়ে হাত দিয়ে বিতর্ক ছড়ালেন আগুয়েরো

প্রায় সাড়ে চার মাস পর ইনজুরি কাটিয়ে ফেরার ম্যাচে বিতর্ক ছড়ালেন সার্জিও আগুয়েরো। শনিবার রাতে এই আর্জেন্টাইন স্ট্রাইকার আর্সেনালের বিপক্ষে ম্যাচ চলাকালীন সহকারী নারী রেফারি সিয়ান মাসে-এলিসের পিঠ স্পর্শ করে জন্ম দিয়েছেন বিতর্কের।

রাহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে জেতা ম্যাচের প্রথমার্ধ তখন শেষের দিকে। সিয়ান মাসে-এলিস আর্সেনালের পক্ষে থ্রো-ইনের জন্য পতাকা তোলেন। সেটা পছন্দ হয়নি কাছেই থাকা আগুয়েরোর। তর্কে জড়ানোর এক পর্যায়ে এলিসের কাঁধে রাখেন আগুয়েরো। স্পর্শ করেন পিঠও।

আর্জেন্টাইন স্ট্রাইকারের এমন কান্ডের সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ঘটনা নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাকেও।

তিনি বিষয়টাকে বড় করে দেখতে নারাজ। গার্দিওলা বলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে ভালো মানুষদের একজন সার্জিও। এসব নিয়ে আলোচনা এখানেই বন্ধ করুন। অন্য কিছু নিয়ে সমস্যা বের করুন, এটা নিয়ে নয়।’

এমজে/