বোনারকে সেঞ্চুরি বঞ্চিত করলেন মিরাজ

বোনারকে সেঞ্চুরি বঞ্চিত করলেন মিরাজ

বড় ইনিংস খেলার আভাস দিয়েছিলেন আগের দিনে ৭৪ রানে অপরাজিত থাকা এনক্রুমাহ বোনার। নিজের সেঞ্চুরির পাশাপাশি দলের সংগ্রহ দ্রুতই সাড়ে তিনশ ছাড়িয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন বোনার।

আজ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে সে পথেই এগুচ্ছিলেন। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জসুয়া দা সিলভাকে নিয়ে সমানে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন বোনার।

তবে বোনারকে এবারও সেঞ্চুরি পেতে দেননি টাইগার বোলাররা। তাকে এবার সেঞ্চুরি বঞ্চিত করলেন স্পিনার মিরাজ। মিরাজের ঘূর্ণিবলে কুপোকাত হয়ে ৯০ রান করে সাজঘরে ফিরে গেলেন বোনার।

মিরাজের বল ডিফেন্স করতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ তুলে দেন বোনার। দারুণভাবে তা লুফে নেন মোহাম্মদ মিঠুন। ২০৯ বলে ৯০ রানে থামে বনারের অভিযান।

চট্টগ্রাম টেস্টেও সেঞ্চুরির পথে ছিলেন বোনার। সেবার ৮৬ রানে আউট হয়ে যান। বোনারের আউটের পর বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরেছে।

তবে রানের চাকা একইভাবে ঘুরিয়ে নিচ্ছেন জসুয়া ও বোনারের পর উইকেটে নামা টেলএন্ডার আলজারি জোসেফ। জসুয়া ইতিমধ্যে অর্ধশতক হাঁকিয়েছেন। দলের সংগ্রহ ৩০০ ছাড়িয়েছে ইতিমধ্যে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনে প্রথম সেশনের খেলা চলছে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩০২ রান। ১১৪ বল খেলে ৬১ রানে অপরাজিত জসুয়া। অপরপ্রান্তে ওয়ানডে মেজাজে খেলে যাচ্ছেন জোসেফ। ২৯ বলে ২০ রান করে ফেলেছেন ইতিমধ্যে।

এমজে/