শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে সুপার কাপের শিরোপা চেলসির

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে সুপার কাপের শিরোপা চেলসির

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভিয়ারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে চেলসি।

বেলফাস্টের উইন্ডসর পার্কে বুধবার রাতে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। রুদ্ধশ্বাস ম্যাচে ৬-৫ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের দল। এর মধ্য দিয়ে মর্যাদার উয়েফা ট্রফিও ঘরে তোলে চেলছি।

খেলার ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারত চেলসি। কর্নারে টিমো ভেরনারের শট লাফিয়ে আটকে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক। এর তিন মিনিট পর এনগোলো কন্তের দূর থেকে নেওয়া শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

২৭ মিনিটে হাকিম জিয়েখের গোলে লিড নেয় চেলসি, যা আর প্রথমার্ধ্বে শোধ করতে পারেনি ভিয়ারিয়াল। যদিও প্রথমার্ধ্ব শেষের ঠিক আগমুহূর্তে সমতায় ফিরতে পারত তারা। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি।

আলবার্তো মরেনোর বুলেট গতির ভলি চেলসির ক্রসবারে আটকে যায়।

দ্বিতীয়ার্ধে দারুণ খেলে ভিয়ারিয়াল। একের পর এক আক্রমণে চেলসির রক্ষণকে তটস্থ করে তোলে। ৭৩ মিনিটে গিয়ে সাফল্যও পায় তারা। জিয়ার ব্যাকপাস থেকে বল পেয়ে জোরালো উঁচু শটে সমতা আনেন মরেনো। এর পর দুদলই বেশ কয়েকবার চেষ্টা করেও গোলের দেখা পায়নি।

নির্ধারিত সময় শেষে ১-১ সমতায় শেষ হয়। অমীমাংসিত খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও জয়-পরাজয় নিশ্চিত না হলে ম্যাচভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।

পেনাল্টি শুট আউটে দুদলই প্রথম পাঁচ শটে চারটি করে গোল করে। এমনকি ছয় নম্বর শটেও জয়-পরাজয় নিশ্চিত হয়নি।

অবশেষে চেলসির সাত নম্বর শটটিতে ফল নিশ্চিত হয়। আন্টোনিও রুডিগা বল জালে পাঠাতে সক্ষম হলেও ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট রুখে দেন চেলসির গোলরক্ষক আরিসাবালাগা। তাতেই শিরোপা জয়ের উল্লাসে মাতে চেলসি।

এমজে/