চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার অপেক্ষা

চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার অপেক্ষা

দুদিন বাদে সূর্যি মামা একটু মাথা চাড়া দিয়ে উঠেছে। আশা জেগেছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ মাঠে গড়ানোর। তবে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি ভেজা আউটফিল্ডের কারণে। অবশেষে সকাল ১০টা ৫০ মিনিটে খেলা শুরুর নির্দেশ দিয়েছেন ম্যাচ আম্পায়াররা।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব বেশ ভালোভাবেই টের পেয়েছে মিরপুর টেস্ট। প্রথমে অর্ধেক দিন খেলার পর, দ্বিতীয় দিনে মাঠে গড়ায় কয়েকটি মাত্র ওভার। টানা বৃষ্টির কারণে ঢাকা টেস্ট থেকে হারিয়ে গেছে ২০৬.৪ ওভার। তিনদিনে ২৭০ ওভারের জায়গায় খেলা হয়েছে মাত্র ৬৩.৪ ওভার। তৃতীয় দিনতো হোটেল থেকে মাঠেই যাননি দুই দলের ক্রিকেটাররা। আজ মঙ্গলবারও নির্ধারিত সময় অর্থাৎ সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হয়নি। এরপর সকাল ১০টা ১০ মিনিটে মাঠ পরিদর্শনে গিয়ে ম্যাচ শুরুর নির্দেশনা দিয়েছেন আম্পায়াররা।

আম্পায়ারদের নির্দেশনা অনুযায়ী আবহাওয়া ঠিক থাকলে চতুর্থ দিনের খেলায় মোট ৮৬ ওভার বল করা হবে।

এমজে/