মাঠে গড়াল বল, শুরুতেই চাপে পাকিস্তান

মাঠে গড়াল বল, শুরুতেই চাপে পাকিস্তান

চতুর্থ দিনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াল। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে এদিনও খেলা শুরু হতে বিলম্ব হয়েছে। দেড় দিন পর মঙ্গলবার সকাল ১০ টা ৫০ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে।

দিনের শুরুতেই এবাদত তুলে নেন প্রথমে আজহারকে এরপর খালেদ এলবিডব্লিউ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। এই প্রতিবেদন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৯৮ রান। প্রথম সেশনের খেলা চলবে ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে দ্বিতীয় দিনে তাও মিনিট তিরিশেকের মতো খেলা হয়েছিল। তৃতীয় দিনে প্রবল বৃষ্টির কারণে অনুপযোগী মিরপুরের মাঠ। একটি বলও মাঠে গড়ায়নি। দুই আম্পায়ার তাই পরিত্যক্ত ঘোষণা করে মিরপুর টেস্টের তৃতীয় দিন। বেলা ২টায় পরিত্যক্তের ঘোষণা আসে।

তবে ঘূর্ণিঝড় জোয়াদের যা প্রভাব, তাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের ভাগ্যে হয়তো ড্র লেখা আছে।

প্রথম দিনে খেলা হয়েছিল ৫৭ ওভার, দ্বিতীয় দিনে ৬.২ ওভার। প্রথম ইনিংসে দুই দিনে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে আছেন অপরাজিত ছিলেন।

এমজে/