বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৬ দলের সর্বশেষ

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৬ দলের সর্বশেষ

সোমবার দুপুর ১২টা থেকে চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২'র প্লেয়ার্স ড্রাফট। শুরুতেই টিম সিরিয়াল নির্ধারিত হয়। এর পরেই খেলোয়াড় দলে ভেড়ানো শুরু করে দলগুলো।

এ পর্যন্ত ড্রাফট থেকে ১০ জন করে স্থানীয় খেলোয়াড় নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়া তিন থেকে পাঁচজন করে বিদেশী খেলোয়াড় নির্বাচন করেছে দলগুলো।

ড্রাফট শেষে কে কোন দলে

খুলনা : মুশফিকুর রহিম, শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম, ইয়াসির আলি, থিসারা পেরেরা, নবীন উল হক, ভানুকা রাজাপক্ষে, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, নাবিল সামাদ, জাকির আলী, খালেদ আহমেদ, রনি তালুকদার, ফরহাদ রেজা

বরিশাল : সাকিব আল হাসান, নুরুল হাসান, নাজমুল হোসেন, মেহেদি হাসান, ফজলে মাহমুদ, ক্রিস গেইল, মুজিব উর রহমান, দানুশকা গুনাতিলকা, ওবেদ ম্যাকয়, আলজারি জোসেফ, তাইজুল ইসলাম, সারোয়ার হোসেন, নিরোশান ডিকভেলা, সৈকত আলী, জিয়াউর রহমান, তৌহিদ হৃদয়

চট্টগ্রাম : নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, মুকিদুল ইসলাম, বেনি হাওয়েল, কেনার লুইস, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, নাঈম ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী, সাব্বির রহমান, রেজাউর রহমান

কুমিল্লা : মোস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, সুনীল নারাইন, ফাফ ডু প্লেসি, মঈন আলী, কুশল মেন্ডিস, ওশান থমাস, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, পারভেজ হোসেন, সুমন খান, মাহমুদুল হাসান, নাহিদুল ইসলাম, আরিফুল হক

ঢাকা : মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম, ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ শেহজাদ, ফজল হক ফারুকি, শামসুর রহমান, এবাদত হোসেন, জহুরুল ইসলাম, ইমরানুজ্জামান, আরাফাত সানি, নাঈম শেখ

সিলেট : তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন অ্যালেক্সান্ডার, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, নাদিফ চৌধুরী, মিজানুর রহমান, জুবায়ের হোসেন, সিরাজ আহমেদ, মুক্তার আলী, অলক কাপালি, সোহাগ গাজী, এনামুল হক।

এবার ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশী ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জনকে। ড্রাফটের আগে একজন স্থানীয় ও তিনজন বিদেশী ক্রিকেটার নিতে পারবে দলগুলো।

আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে এবারের আসর, ফাইনাল মাঠে গড়াবে ১৮ ফেব্রুয়ারি। ৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ভেন্যু ৩টি। এ আসরে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা।

এমজে/