টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, মাহমুদউল্লাহর জায়গায় একাদশে মেহেদী

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, মাহমুদউল্লাহর জায়গায় একাদশে মেহেদী

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বেলা ১১টায় ধর্মশালায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে টসে জিতে ইংলিশদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় নেয়া হয়েছে শেখ মেহেদী হাসানকে। টসে জিতে টাইগার অধিনায়ক সাকিব বলেন, ‘(রাতে বৃষ্টি হওয়ায়) আজকের দিনটা অন্যদিনের তুলনায় ঠাণ্ডা। আমাদের একাদশে একটি পরিবর্তন আছে (মেহেদী)। সে ব্যাটিংয়ে ভালো করছে। বর্তমানে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। আজকে সাফল্য পেতে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে।’

বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুস, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারেন, আদিল রশিদ, মার্ক উড এবং রিস টপলি।