মুশফিকের ফিফটি, লড়ছেন সাকিবকে নিয়ে

মুশফিকের ফিফটি, লড়ছেন সাকিবকে নিয়ে

দলের বিপদের দিনে আরও একবার ঢাল হয়ে দাড়ালেন মুশফিকুর রহিম। ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। অন্যপ্রান্তে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন সাকিব আল হাসান।

সাকিব-মুশফিকের ৫০ রানের জুটি, বাংলাদেশের সংগ্রহ ১০০ পার

৫৬ রানে ৪ উইকেট হারানোর পর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজনের জুটি ইতিমধ্যে ৫০ রান পার হয়েছে। আর বাংলাদেশের দলীয় রান ১০০ পার হয়েছে।

দলকে বিপদে রেখে ফিরে গেলেন শান্তও

গ্লেন ফিলিপসের করা প্রথম বলেই আউট হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। মাত্র ৭ রান করেন তিনি। ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা।

ফিরে গেলেন মিরাজ

শুরুতে উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজের ব্যাটে শুরুর চাপ কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ৪০ রানে আরেক ওপেনার তামিম ফেরার পর এবার ৫৬ রানে ফিরলেন মিরাজও। লাকি ফার্গুসনের দ্বিতীয় শিকার হওয়ার আগে মিরাজের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৩০ রান।

প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ ৪৬/২

প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম বলে লিটন শুন্য রানে ফেরার পর দলীয় ৪০ রানে ফেরেন তামিম।

বোলিংয়ে এসেই তামিমকে ফেরালেন ফার্গুসন

প্রথম বলে লিটন ফেরার পর তানজীদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ মিলে প্রতিরোধ গড়েছিলেন।

ইনিংসের অষ্টম ওভারে তামিমকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙলেন কিউই পেসার লাকি ফার্গুসন। এই ডানহাতি বোলারকে ফ্লিক করতে গিয়ে ক্যাচ আউট হন তামিম। ৮ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্র ৪০ রান।
জন্মদিনে প্রথম বলেই আউট লিটন

জন্মদিনে বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেছিলেন লিটন। সেই ম্যাচেই কিনা প্রথম বলে আউট হয়ে ফিরে গেলেন তিনি। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে মারতে গিয়ে ফাইন লেগে ম্যাট হেনরির ক্যাচ হয়ে ফেরেন তিনি।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন রিয়াদ

চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। টানা দুই ম্যাচে টস জেতার পর তৃতীয়বারে হারলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। যদিও টসের সময় বলেছেন জিতলে কী নেবেন সেটা নিয়ে দ্বিধায় ছিলেন। অন্যদিকে ম্যাচের পরেরভাগে শিশিরের প্রভাবের কথা মাথায় রেখে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

এ ম্যাচে শেখ মেহেদীর জায়গায় মাহমুদউল্লাহ রিয়াদকে একাদশে ফিরিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে এই ম্যাচ দিয়ে এবারের আসরে প্রথমবার মাঠে নামছেন কেন উইলিয়ামসন। তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন উইল ইয়াং।

আফগানিস্তানকে হারিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় হার দেখেছে টাইগাররা। ফলে এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে মরিয়া সাকিব আল হাসানের দল। এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ বার নিউজিল্যান্ডের মুখোমুখি হলেও কখনো জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটে

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।