নকআউট পর্বে ফুটবলের রঙ পরিবর্তন!

নকআউট পর্বে ফুটবলের রঙ পরিবর্তন!

ঢাকা, ২৬ জুন (জাস্ট নিউজরাশিয়ার নকআউট পর্বের জন্য বিশেষ বলের নাম ঘোষণা করেছে অ্যাডিডাস৷নাম একই থাকলেও 'টেলস্টার' থাকলেও সঙ্গে যোগ হয়েছে নতুন একটি শব্দ৷ রোনাল্ডো-সুয়ারেজদের নকআউট পর্বে 'টেলস্টার মেশতা' নামের নতুন বলে খেলতে দেখা যাবে৷৩০ জুন থেকে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে৷এই পর্বের জন্য বলের রঙেও পরিবর্তন করা হয়েছে৷কালোর পরিবর্তে এখন লাল-রঙের টেলস্টার মেশতা বলে খেলবেন ফুটবলাররা৷

চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই টেলস্টার বলটি নিয়ে ফুটবলাররা বেশ খুশি৷ এবার নকআউট বলে টেলস্টার কেমন কামাল দেখায় সেটাই দেখার৷ টেলস্টার ১৮এর সব ফিচারই থাকছে নতুন বলে৷ তবে বলের বাইরের অংশের রঙে বিশেষ পরিবর্তন থাকছে৷ কালো রঙের প্যানেলের পরিবর্তে নতুন বলটিতে লাল-রঙের গ্রাফিক্স রাখা হয়েছে৷

১৯৭০ বিশ্বকাপের বল টেলস্টার থেকে অনুপ্রেরণা নিয়েই এবারের বিশ্বকাপের টেলস্টার ১৮ বলের নকশা করা হয়েছে৷ চলতি বছর টেলস্টারের ৪৮তম জন্মবার্ষিকী৷ ১৯৭৪ বিশ্বকাপেও ছিল ওই বল। দীর্ঘ বিরতির পর আবার ফিরিয়ে আনা হল টেলস্টারকে। ১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপের তিয়েন্তো থেকে ২০১৮ টেলস্টার, বিশ্বকাপে ব্যবহৃত বলের সুদীর্ঘ ইতিহাসে বিবর্তন হয়েছে অনেক৷ ব্রাজুকার মতো টেলস্টার তৈরি হয়েছে পাকিস্তানের শিয়ালকোটে৷

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২২৬ঘ.)