ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ: ১ রানেই দুই উইকেট হারালো বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ: ১ রানেই দুই উইকেট হারালো বাংলাদেশ

ঢাকা, ১৫ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : শুরুতেই বিপদে বাংলাদেশ দল। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফিরেছেন ওপেনার লিটন দাস। তার বিদায়ের ঠিক পরের বলে ফিরেন সাকিব আল হাসান।

অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে বিপদে পড়েন লিটন। প্রথম স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানেই ফেরেন এই ওপেনার। সাকিব কিছু বুঝে ওঠার আগেই দেখেন লাসিথ মালিঙ্গার বলে বোল্ট। মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে একঘরে হয়ে পড়েছে বাংলাদেশ দল।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সংযুক্ত আরব আমিরাতে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

খেলাটি সরাসরি সম্প্রচার করছে মাছরাঙা টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস-১।

এশিয়া কাপের শুরুর ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। এ ব্যাপারে জাতীয় দলের ওপেনার তামিম বলেছেন, খুব ভালো ক্রিকেট খেলে জয় দিয়ে আসর শুরু করাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোঃ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: উপল থারাঙ্গা, ধনাঞ্জয়া, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল প্যারেরা, কুশাল মেন্ডিস, থিসেরা প্যারেরা, দাসুন শানাকা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমাল, আমিলা আপনস ও দিলরুয়ান প্যারেরা।

(জাস্ট নিউজ/এমআই/১৮২৮ঘ.)