ইকুয়েডরের জেলে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১৬

ইকুয়েডরের জেলে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১৬

ইকুয়েডরের একটিন কারাগারে পরস্পর বিরোধী গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছেন। এটিই সেদেশে সবচেয়ে ভয়াবহ কারা সহিংসতা। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, মঙ্গলবারের এই সংঘর্ষে কমপক্ষে ৫ জনের শিরশ্ছেদ করা হয়েছে। অন্যরা গুলিতে নিহত হয়েছেন।

এ ঘটনা ঘটেছে দেশটির গুয়াকুইল শহরে। পুলিশ কর্মকর্তা ফুস্তো বুনানো বলেছেন, সংঘর্ষের সময় বন্দিরা গ্রেনেডও নিক্ষেপ করেছে। বন্দিদের মধ্যে রয়েছে কুখ্যাত মাদক ব্যবসায়ীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৪০০ পুলিশ মোতায়েন করা হয়।

বর্তমানে ইকুয়েডরের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে মেক্সিকোর গ্যাং। তারাই এই সহিংসতা শুরু করে। দেশটির প্রিজন সার্ভিস পরিচালক বলিভার গার্জন পরিস্থতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, স্থানীয় পুলিশ দুপুর ২ টার দিকে পরিস্থিতি নিয়ম এনেছে। যেখানে মূল লড়াই হয়েছে পুলিশ সেখানে প্রবেশ করছিল। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করবেন তারা। এর আগে ধারাবাহিক সংঘর্ষে ফেব্রুয়ারিতে নিহত হন কমপক্ষে ৭৯ জন। মঙ্গলবার রাতে এই সংঘর্ষ হয় লিতোরাল পেনিটারসিয়ারিতে। দেশটির সবচেয়ে ভয়াবহ এলাকা এটি।

এমজে/