সিরিয়ায় ভূমিকম্পে গৃহহীন ৫৩ লাখ

সিরিয়ায় ভূমিকম্পে গৃহহীন ৫৩ লাখ

গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর সিরিয়ার ৫৩ লাখ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে বলে অনুমান করছে জাতিসংঘ। সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিজার।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) সিরিয়া প্রতিনিধি শিভাঙ্ক ধানাপালা শুক্রবার বলেছেন, ‘ভূমিকম্পে সিরিয়ায় প্রায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সংখ্যাটি অনেক বেশি। তবে, আগে থেকেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে আছেন।’

শিভাঙ্ক ধানাপালা আরও বলেন, ‘সিরিয়ার জন্য, এটি সংকটের মধ্যে আরও একটি সংকট। অর্থনৈতিক সংকট, মহামারি, তীব্র শীতসহ নানা কারণে এমনিতেই সিরিয়া মারাত্মক বিপর্যয়ের মধ্যে রয়েছে।’

আল-জাজিরা বলছে, দীর্ঘ ১২ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে শরণার্থীশিবিরে জীবনযাপন করছে। সেসব শিবিরে এখন ভূমিকম্পে বাস্তুহারা মানুষেরা ভিড় করছে। আশ্রিত অনেকে ভয়ে ক্ষতিগ্রস্ত বাড়িতে যাচ্ছে না।

গত সোমবারের দুই দফার ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে পড়েছে তুরস্ক ও সিরিয়া। দুদেশ মিলিয়ে ২৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে সিরিয়ায় তিন হাজার ৩০০ এর বেশি মানুষ মারা গেছে।

শিভাঙ্ক ধানাপালা বলেন, ‘সিরিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ পৌঁছাতে কাজ করছে ইউএনএইচসিআর। তবে, ওসব অঞ্চলে পৌঁছানো খুবই কষ্টসাধ্য।’

যুদ্ধের জন্য সিরিয়ার ৬৮ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছিল বলেও জানান ইউএনএইচসিআরের এই কর্মকর্তা।