ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত শতাধিক

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত শতাধিক

ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক মানুষ। স্থানীয় সরকারি কর্মকর্তা ও জরুরি সেবা সংস্থার সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

নিনেভেহর ডেপুটি গভর্নর হাসান আল-আলাক জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এতে এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইরাকের আইএনএ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫০ জন মানুষ। রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও উত্তরাঞ্চলের মসুলের পাশে এই হামদানিয়াহ জেলার অবস্থান।

প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। সেটা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আজ বুধবার ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।