জাপানে ভয়াবহ ভূমিকম্পের পর আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৫৫

জাপানে ভয়াবহ ভূমিকম্পের পর আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৫৫

নতুন বছরের প্রথম দিনে (সোমবার) পশ্চিম জাপানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। বিপর্যয়ের একদিন পরও কর্তৃপক্ষ বলছে, তারা ধসে পড়া এবং পুড়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের মধ্যদিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভূমিকম্পের উপকূলীয় কেন্দ্রস্থল ইশিকাওয়া প্রিফেকচারের একটি শহর ওয়াজিমাতেই অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নববর্ষের দিন বিকেল ৪টা ১০টা মিনিটের দিকে আঘাত হানার পর সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়। পরে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটও ঘটে ওই এলাকায়।

এদিকে, ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর ওয়াজিমাতে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে কয়েকজন মারা গেছেন।

বুধবার (৩ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে এএফপি বলছে, সোমবারের শক্তিশালী ভূমিকম্পের জেরে জাপানে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা বেঁচে যাওয়াদের সন্ধানে বুধবারও মরিয়া হয়ে অনুসন্ধান চালাচ্ছেন।

দেশটির প্রধান মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, ইশিকাওয়া এবং প্রতিবেশী নিগাতা প্রিফেকচারের প্রায় ৩৩ হাজার বাড়ি মঙ্গলবার সকালে বিদ্যুৎবিহীন ছিল। আর চারটি প্রিফেকচারের প্রায় ২০ হাজার বাড়িতে প্রবাহিত পানির সংকট ছিল। পাশাপাশি এ ঘটনার পর অন্তত ৫৭ হাজার ৩৬০ জন মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।