উত্তরায় শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

উত্তরায় শ্রমিক-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

বকেয়া বেতন ও মজুরি বাড়ানোর দাবিতে আজও বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সোমবার সকালে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর, দক্ষিণখান ও আবদুল্লাহপুরসহ বিভিন্ন মোড়ে প্রধান সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

গত শনিবার থেকে বকেয়া বেতন ও মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছে শ্রমিকরা। তাদের অভিযোগ, নতুন মজুরি কাঠামো অনুযায়ী ৫১ শতাংশ বেতন বৃদ্ধি শুধু ৭ম গ্রেডের ক্ষেত্রেই দিচ্ছে মালিকরা। সমান বেতন দেওয়া হচ্ছে না, মূল্যায়ন করা হচ্ছে না অভিজ্ঞতা ও দক্ষতাকে।

এর ধারাবিহকতায় গতকাল রবিবারও উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টসের শত শত শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর কারখানার মালিক ও পুলিশের আশ্বাসে বিক্ষোভরত শ্রমিকরা দুপুর ২টায় রাস্তা থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এমআই