৩৮তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৬২ জন

৩৮তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৬২ জন

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন সোমবার (১ জুলাই) এ তথ্য জানিয়ে বলেন, তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ফল পাওয়া যাবে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬ হাজার ২৮৬ জন। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ আবেদনকারীর মধ্যে অংশ নেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।

২৪টি ক্যাডারে ২ হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য ওই বছরের ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। ৩৮তম বিসিএসে ১৩টি সাধারণ ক্যাডারে ৫২০টি পদ, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি, সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ ছিল। পরে বাড়ানো হয়েছে আরো ১৪৬টি।

এমআই