চাকরি বাঁচাতে ঢাকায় ফিরছে পোশাকশ্রমিকরা, বাড়ছে করোনা ঝুঁকি

চাকরি বাঁচাতে ঢাকায় ফিরছে পোশাকশ্রমিকরা, বাড়ছে করোনা ঝুঁকি

চাকরি বাঁচাতে আজ বৃহস্পতিবারও ঢাকায় ফিরছে পোশাকশ্রমিকরা। সরকার আর বিজিএমই-এর পক্ষ থেকে পোশাক শ্রমিকদের না আসার কথা বলা হচ্ছে কিন্তু সেই আহবান উপেক্ষা করে কর্মস্থলে যোগ দিতে সড়ক ও নৌরুট দিয়ে ঢাকায় আসছেন।

শ্রমিকরা গণমাধ্যমকে জানান, মালিকপক্ষ ও বিজিএমইএ’র মধ্যে সমন্বয়হীনতার কারণে নানা ধরনের হয়রানির স্বীকার হতে হচ্ছে তাদের। এছাড়া বাসাভাড়ার জন্য বাড়িওয়ালাদের চাপে বাধ্য হয়েই তাদের আসতে হচ্ছে।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন থাকলেও কর্ম বাঁচাতে যাত্রী ভ্যান, মোটরসাইকেলসহ বিকল্প যানে ফিরছেন সবাই। এতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌঘাটে বেড়েছে শ্রমজীবী মানুষের ঢল। দুটি ঘাটে সীমিত ফেরী চলাচল করছে। যেগুলো চলছে সেখানে উপচে পড়া ভিড়। অনেককেই ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হচ্ছে।

এমজে/