এবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই পোশাক শ্রমিক গ্রেফতার

এবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই পোশাক শ্রমিক গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় এক পোশাক কারখানার বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগে দুই শ্রমিককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গোবিন্দপুর এলাকার মৃত ওসমান প্রামাণিকের ছেলে মো. মোমিনুল ইসলাম (৩৪)। তিনি উপজেলার বোর্ডমিল এলাকার খাদেম আলীর বাড়ীর ভাড়াটিয়া। আরেকজন হলেন পাবনা জেলার বেড়া থানার কাক মাইরপাড়া এলাকার শুকুর আলীর ছেলে বাদল হোসেন (২৫)। তিনি উপজেলার শিয়ালটেক এলাকার মইদুলের বাড়ির ভাড়াটিয়া।

গ্রেফতারকৃতরা মোয়াজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড নামক কারখানায় কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ফ্যাক্টরির বেতন সংক্রান্ত বিষয় নিয়ে কারখানার শ্রমিক মোমিনুল ইসলাম ও বাদল মোবাইল ফোনে বিভিন্ন লোকজনকে ফোন করে গুজব ছড়ায়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এসআই) নায়েবুল ইসলাম জানান,কারখানার বিষয় নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।