বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার, রাবিতে লুঙ্গি পরে অভিনব প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার, রাবিতে লুঙ্গি পরে অভিনব প্রতিবাদ

অনলাইনে লুঙ্গি পরে পরীক্ষা দেয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় লুঙ্গি পরে অভিনব প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এই প্রতিবাদ জানান।

এ বিষয়ে জানতে চাইলে চারুকলা অনুষদের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, লুঙ্গি আমাদের বাঙালির ঐতিহ্য। অনলাইনে লুঙ্গি পরে পরীক্ষা দেয়ায় বহিষ্কার করার বিষয়টি খুবই দুঃখজনক। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে।

শিক্ষার্থীরা আরো বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) ১৪ শিক্ষার্থীর মাথার চুল শিক্ষিকা কর্তৃক কেটে নেয়ার ঘটনাটি আমাদের মর্মাহত করেছে। চুল রাখা, না রাখা একজন শিক্ষার্থীর ব্যক্তিগত বিষয়। আমরা যারা চারুশিল্পী অনেকেই মাথায় চুল রাখি। চুল কেটে নেয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

তারা বলেন, ‘আমরা রবি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার দাবি করছি।’

এমজে/